close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****
বাগেরহাট সংবাদদাতা
রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‍্যালি বের করা করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, রামপাল থানার এসআই রিপন কুমার প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, বাংলাদেশের  রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। বিদেশে গিয়ে টাকা পাঠিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। বিদেশ গমনে সিন্ডিকেট জটিলতা রয়েছে। বেশী টাকা খরচ করে বিদেশ যেতে হয়। অসংখ্য পাচারকারী সিন্ডিকেট মানব পাচার করছে। প্রতিদিন খবর পাই অবৈধ পথে সাগর পাড়ি দেয়ার সময় সাগরে ডুবে মারা যায়, নিহত হন, আটক হয়ে মানবেতর জীবন যাপন করেন এদেশের শ্রমজীবী মানুষ। আমরা যদি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারি, তবে বিদেশে গিয়ে বেশী আয়ের সুযোগ পাবে। প্রতারক ও পাচারকারীদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই বিদেশগামী প্রবাসীদের সচেতন হতে হবে এবং প্রশাসনের সহযোগীতা নিতে হবে। তিনি বিদেশগামীদের সচেতন অনুরোধ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন
لم يتم العثور على تعليقات


News Card Generator