close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাজশাহী এনসিপির যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি, প্রধান সমন্বয়কারীর পদত্যাগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহী এনসিপিতে অভ্যন্তরীণ কোন্দল চরমে। একদিকে পদত্যাগ, অন্যদিকে মারামারির অভিযোগে অব্যাহতি। নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে—ভাঙনের আশঙ্কায় দল।..

রাজশাহী এনসিপি এখন উত্তপ্ত—ভেতরে ভেতরে দ্বন্দ্ব, বাইরে মারামারি! এনসিপির জেলা নেতৃত্বে বড়সড় পরিবর্তন এসেছে। একদিকে প্রধান সমন্বয়কারী পদত্যাগ করেছেন, অন্যদিকে যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাপ্রবাহ এখন জাতীয় রাজনীতির মনোযোগ কেড়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। মাত্র আট দিন আগেই ১৮ জুন তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ২৬ জুন রাতে তিনি কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। একইসাথে আরেক নাটকীয় ঘটনা—জেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তে।

২৫ জুন, বুধবার রাতে রাজশাহী শহরের একটি রেস্তোরাঁয় এনসিপি জেলা কমিটির নেতাদের বৈঠক হচ্ছিল। সেই রেস্তোরাঁটি রাশেদুল ইসলামের মালিকানাধীন। অভিযোগ উঠেছে, বৈঠক চলাকালীন ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু হঠাৎ ক্ষিপ্ত হয়ে আরেক যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমকে লাথি মারেন। এতে ফিরোজ গুরুতর আহত হন এবং তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনাটি দলীয় মহলে দ্রুত ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় কমিটি দ্রুত পদক্ষেপ নিয়ে নাহিদুল সাজুকে সাময়িক অব্যাহতি দেয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

রাশেদুল ইসলাম তাঁর পদত্যাগপত্রটি ইংরেজিতে লিখে পাঠান। সেখানে তিনি বলেন:আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছি। দলের ব্যানারে দেশের সেবা করা আমার জন্য গর্বের। আমাকে যে আস্থা ও দায়িত্ব দেওয়া হয়েছিল, তার জন্য কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন সরে দাঁড়ানোই শ্রেয়।

পরবর্তীতে গণমাধ্যমকে তিনি জানান,আমি রাজনীতি করি না। হঠাৎ এসে মনে হচ্ছে, এই বড় পদটি আমার জন্য নয়। তবুও এনসিপির মঙ্গল কামনা করি।

এদিকে নাহিদুল ইসলাম সাজু এক ভিডিও বার্তায় নিজেকে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক" হিসেবে পরিচয় দেন। তিনি বলেন,জেলা কমিটিতে কিছু বিতর্কিত ব্যক্তি রয়েছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। আমি যখন এ বিষয়ে প্রশ্ন তুলি, তখন তা দমন করার চেষ্টা হয়। এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।

তিনি আরও হুমকি দেন,আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এনসিপিকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন,ঘটনা আমরা শুনেছি। ইতোমধ্যে সবার সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানের চেষ্টা চলছে। রাজশাহীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ঠিক রাখতেই আমরা কাজ করছি।

সারসংক্ষেপে:

  • রাশেদুল ইসলাম পদত্যাগ করেছেন প্রধান সমন্বয়কারীর পদ থেকে।

  • নাহিদুল সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে মারধরের অভিযোগে।

  • ফিরোজ আলম হাসপাতালে ভর্তি।

  • দলের ভেতরে বিভাজনের ইঙ্গিত মিলছে।

  • রাজশাহীর রাজনীতিতে এনসিপি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।

No comments found