রাজনৈতিক হয়রানির অভিযোগে এমসি কলেজের ছাত্রনেতার পরিবারের গৃহহীন হওয়ার শঙ্কা..

Mamun Monsi avatar   
Mamun Monsi
সিলেটের এমসি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোফাচ্ছির আহমেদ (৩২) তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। একটি সম্পত্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে পরিকল্পিত..

সিলেট প্রতিনিধি:
সিলেটের এমসি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোফাচ্ছির আহমেদ (৩২) তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। একটি সম্পত্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে পারিবারিক বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।


মোফাচ্ছির আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মন্নান ও জাহানারা বেগমের সন্তান।
তিনি জানান, ২০১৭ সাল থেকে তিনি এমসি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার ভাষ্য অনুযায়ী, একই বছরের ২ মে হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তার পরিবারের বিরুদ্ধে মামলা নং ৬৪৩/২০১৭ দায়ের করা হয়। মামলাটি করেন মুদত বিবি এবং মামলার পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করেন কাজল মিয়া।
দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ২৪ আগস্ট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলাটির রায় মোফাচ্ছির আহমেদের পরিবারের পক্ষে প্রদান করেন। তবে রায়ের পরও প্রতিপক্ষ ২০২১ সালের ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং ১৭৭৪/২০২১) দায়ের করে, যা দীর্ঘ সময় বিচারাধীন ছিল।


মোফাচ্ছির আহমেদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষ পুনরায় আইনি তৎপরতা জোরদার করে মামলাটি হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সচল করার উদ্যোগ নেয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারকে পারিবারিক বসতভিটা থেকে উচ্ছেদ করে গৃহহীন করার অপচেষ্টা চলছে।


তিনি বলেন, আদালতের রায় প্রাপ্তির পর একই বিষয়ে বারবার আইনি পদক্ষেপ গ্রহণ ন্যায়বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী। এতে একটি পরিবারের বসবাসের অধিকারসহ মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে মোফাচ্ছির আহমেদ সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে যেন কোনো নাগরিক রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন এবং তার পরিবারের জান-মাল ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করা হয়

Ingen kommentarer fundet


News Card Generator