close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজধানীতে প্রতিষ্ঠানে লুটপাট, বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কলাবাগানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতা আটক..

রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান। তিনি জানান, আটককৃতদের মধ্যে সংগঠনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদে থাকা ১৪ জন নেতা রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, তারা রাজধানীর রাসেল স্কয়ার এলাকায় শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় অফিস থেকে কিছু নগদ অর্থ ও চারটি কম্পিউটার নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মুক্তারুজ্জা

মান।

 

No se encontraron comentarios


News Card Generator