close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজধানীর খিলক্ষেতের শীর্ষ সন্ত্রাসী রাজীব অস্ত্রসহ আটক

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****


খিলক্ষেতের শীর্ষ সন্ত্রাসী রাজীব অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী রাজীবকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। 

নিরাপত্তা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই প্রক্রিয়ার অংশ হিসেবে
শনিবার রাত ১১ টার দিকে  পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত থানা এলাকার নামাপাড়া  তাকে আটক করেন। এময় রাজীবের কাছ থেকে উদ্ধার করা হয়—১৩টি দেশীয় ছোট চাকু, ১টি সুইচ-নাইফ, ৪টি চাপাতি, ১টি ব্যাটন, ২টি গ্যাস লাইটার, ২০০ মি.লি বিদেশি মদ, ১টি হকিস্টিক, ২টি মোবাইল ফোন, নগদ ৩,৯২০ টাকা। পরে সেনাবাহিনী তাক খিলক্ষেত থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন বলেন,অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী রাজিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। 

ক্যাপয়ন: দেশীয় অস্ত্রসহ খিলক্ষেতর শীর্ষ সন্ত্রাসী রাজীব আটক।

 

没有找到评论