অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন মসজিদে শিশু নামাজীদের নামাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য চকলেট বিস্কুটের ব্যবস্থা করল জাতীয়তাবাদী ছাত্রদল।
শিশুরা প্রতি ওয়াক্ত নামাজের পর একটি চকলেট এবং প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর একটি বিস্কুট পাবে।
এক ছাত্রদল নেতা রহিম কে প্রশ্ন করা হয় " এই উদ্যোগ কী জন্য নেওয়া হয়েছে" তখন রহিম বলে "এই উদ্যোগের ফলে শিশুদের নামাজের প্রতি আগ্রহ বাড়বে এবং তারা ইসলামের দিকে চলতে শুরু করবে " সে জানান দেশের সকল মসজিদে এই পদ্ধতি চালু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল, যুবদলসহ বিএনপির সকল সংগঠন