close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

র‌্যাঙ্কিংয়ে সুখবর: শ্রীলঙ্কাকে হারিয়ে নয় নম্বরে বাংলাদেশ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
টানা ব্যর্থতার পর র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গিয়েছিল বাংলাদেশ। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দলটি ছিল দশ নম্বরে। তবে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফেরার ম্যাচেই মিলেছে আশার আলো..

লঙ্কানদের হারিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন আবারও নয় নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।

মে মাসে র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি, যেখানে সর্বশেষ এক বছরের পারফরম্যান্স ১০০ শতাংশ ও আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হয়। সেই অনুযায়ী বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, তবে এবার নিজেদের পুরনো অবস্থান পুনরুদ্ধার করেছে টাইগাররা।

শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। কেবল সিরিজে টিকে থাকাই নয়, এই জয়ে দলের রেটিংয়ে যুক্ত হয়েছে দুটি মূল্যবান পয়েন্ট। এতে শ্রীলঙ্কার বিপরীতে রেটিং বাড়ানোর পাশাপাশি তাদের পয়েন্টও কেটেছে। র‌্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে পঞ্চম স্থানে, আর ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশ নম্বরে।

বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator