"অসাম্প্রদায়িক দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই" দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালায় ধানের শীষকে জয়যুক্ত করতে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।..

শনিবার (১১ নভেম্বর) বিকেলে কবাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়কুমার কার্বারী পাড়া, হেডম্যান পাড়া, দুর্গা কার্বারী পাড়া ও আলীনগর এলাকায়  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে গণসংযোগ মাধ্যমে ধানের শীষের এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। 

গণসংযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করে মো. জয়নাল আবেদীন বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সব সময় জনগণের অধিকার, গণতন্ত্র ও সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে। বর্তমান সময় হচ্ছে ঐক্যের সময়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে পাহাড়ি বাঙ্গালী সবাই একসাথে মাঠে আছি।”

তিনি আরও বলেন, “জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ চালাচ্ছি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের মুক্তি ও ন্যায়বিচারের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

No comments found


News Card Generator