close

লাইক দিন পয়েন্ট জিতুন!

"যুদ্ধ নয়, জাগরণ চাই"—নিরাপত্তাহীনতার দিনে মুসলিম নেতার আবেগঘন জবাব "..

Nazmul hauqe Emu avatar   
Nazmul hauqe Emu
****

🕊️ ঢাকা | ১৩ জুন ২০২৫ | আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:মধ্যপ্রাচ্যে সদ্য সংঘটিত একটি চমকপ্রদ দূরপাল্লার হামলার প্রেক্ষিতে, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এক মুসলিম নেতা, যেখানে তিনি বলেন— "আমরা আর চুপ থাকবো না, কিন্তু গলা চড়িয়ে নয়—মেধা, ঐক্য ও আখলাক দিয়ে জবাব দেবো।"জানা গেছে, ইরানে একটি নির্দিষ্ট ফ্ল্যাটে প্রায় ২০০০ কিলোমিটার দূর থেকে নিখুঁত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হত্যা করা হয় দেশটির বিপ্লবী গার্ডের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

হামলায় কোন প্রকার ভ্রান্তি হয়নি—না ভুল ফ্ল্যাট, না লক্ষ্যে ব্যর্থতা। এই নিখুঁত হামলা সারা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।🎙️ "এটি শুধু ইরানের বিরুদ্ধে না—এটি একটি বার্তা উম্মাহর সবার জন্য"

 

বিশ্ব মুসলিম নেতার কণ্ঠে উচ্চারিত হয় আত্মসমালোচনা, আত্মসংযম এবং বাস্তবমুখী প্রস্তুতির তাগিদ: "যদি একটি দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাও নিরাপদ না থাকেন, তবে আমরাও নিরাপদ নই। এখন সময় প্রতিক্রিয়া নয়, প্রস্তুতির।"

 

ভবিষ্যতের জন্য তাঁর পাঁচ দিকনির্দেশনা তিনি তুলে ধরেন—

⃣ মেধা ও প্রযুক্তির জাগরণ বিশ্বজুড়ে মুসলিম বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।“প্রতিরোধ শুধু অস্ত্রে নয়, মেধাতেও।”

⃣ আত্মনির্ভরতা ও জোট গঠন মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনীতি, শিক্ষা, প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে চান, যেন পশ্চিমাদের ওপর নির্ভরতা কমে।

⃣ শত্রুর প্রকৃত রূপ চেনা তিনি স্পষ্ট করেন যে শত্রু ধর্ম নয়, বরং হকের বিরুদ্ধে যেকোনো অন্যায় শক্তি।“আমরা কারও ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু যারা ন্যায়ের বিরুদ্ধে, তাদের রুখে দাঁড়াবো।”

⃣ তথ্য ও প্রযুক্তির স্বাধীনতা: বিশ্ব মুসলিমদের নিজস্ব এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম, ক্লাউড সার্ভার, ও স্যাটেলাইট নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। “আমাদের মেসেজ যেন আর পশ্চিমাদের সার্ভারে না থাকে।”

⃣ জ্ঞান ও নেতৃত্বে বিনিয়োগ:

তিনি বলেন, “আমরা যুদ্ধের সেনা চাই না—আমরা কলমের সেনা চাই। যারা চিন্তা করবে, কৌশল বানাবে, এবং নেতৃত্ব দেবে।”

🤲 শেষ কথায় তিনি বলেন "আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তনে সচেষ্ট হয়।"

📖 [সূরা রা'দ, আয়াত ১১]তিনি স্পষ্ট করেন,"আমি যুদ্ধ চাই না, চাই এমন শক্তি—যা দেখলে কেউ যুদ্ধ করার সাহস না পায়।"

 

 

#বিশ্ব_মুসলিম_ঐক্য #মেধা_বিপ্লব #ইসলামিক_নেতৃত্ব #আন্তর্জাতিক_রাজনীতি #MuslimUnity2025 #UmmahAwakening #TechAndTawheed #StrategicIslam #SmartResistance #NoToFearYesToFuture

No comments found


News Card Generator