লালমনিরহাট, ১৬ জুন ২০২৫ — লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, লালমনিরহাট জেলার বিশিষ্ট সমাজসেবক এবং হাতীবান্ধা ও পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আনারুল ইসলাম রাজু (ভাই)-এর পক্ষ থেকে হাতীবান্ধার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে উক্ত স্কুলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সাহিদুল আলম নিরো,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়তে ইসলামি।শিক্ষা অনুরাগী আলম বাদশা।।আরিফুল ইসলাম যুব ও ক্রিয়া বিভাগের সেক্রেটারি লালমনির হাট জেলা শাখা মেহেদী হাসান ও নুর আমিন রহমান।
আয়োজকরা জানান, এলাকার শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ঘটানো এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জনকারী সমাজসেবক আনারুল ইসলাম রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন বলে জানান স্থানীয়রা।