close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

"হাতীবান্ধার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলে ক্রীড়াময়ী শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক আলহাজ্ব আনারুল ইসলাম রাজু"..

Fahim Khan Readoy avatar   
Fahim Khan Readoy
"হাতীবান্ধার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলে ক্রীড়াময়ী শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক আলহাজ্ব আনারুল ইসলাম রাজু"..

লালমনিরহাট, ১৬ জুন ২০২৫ — লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, লালমনিরহাট জেলার বিশিষ্ট সমাজসেবক এবং হাতীবান্ধা ও পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আনারুল ইসলাম রাজু (ভাই)-এর পক্ষ থেকে হাতীবান্ধার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ দুপুরে উক্ত স্কুলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সাহিদুল আলম নিরো,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়তে ইসলামি।শিক্ষা অনুরাগী আলম বাদশা।।আরিফুল ইসলাম যুব ও ক্রিয়া বিভাগের সেক্রেটারি লালমনির হাট জেলা শাখা মেহেদী হাসান ও নুর আমিন রহমান।

 

আয়োজকরা জানান, এলাকার শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ঘটানো এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জনকারী সমাজসেবক আনারুল ইসলাম রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন বলে জানান স্থানীয়রা।

Hiçbir yorum bulunamadı