"ভিডিপি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস"

News24 Pabna avatar   
News24 Pabna
"পাবনা জেলায় (ভিডিপি) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়"

 আজ ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি:  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবসটি পাবনায় পালিত হয়। ১৯৭৬ সালের এই দিনে বাহিনীর সর্ববৃহৎ এ অংশ যাত্রা শুরু করে এ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০তম ভিডিপি দিবসটি উদ্বোধন করেন নতুন পদায়নকৃত জনাব, মো: শাহজালাল ছোয়াত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা মহোদয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার  কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে দিবসটির র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাশিপুর বাজার শুরু করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা একাডেমিতে এসে দিবসটির র‍্যালিটি শেষ হয়।  

প্রধান অতিথির বক্তব্যে জনাব, মো: শাহজালাল ছোয়াত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা বলেন, ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সকল উপজেলা কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাদের সজাগ থাকার আহ্বান জানান মো: শাহজালাল ছোয়াত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা মহোদয়। তিনি উল্লেখ করেন, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ বাহিনীর সংস্কার কার্যক্রমের একটি অনন্য দৃষ্টান্ত। এটি দেশের আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

আরও বক্তব্যে বলেন, ভিডিপি (VDP) বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর প্রধান কাজ হলো দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সহায়তা করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা দেওয়া, মোবাইল কোর্ট পরিচালনা এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের ও অন্যান্য বাহিনীকে সাহায্য করা, পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। মূলত গ্রাম ও শহরাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও যুক্ত থাকে। ভিডিপি-এর প্রধান 

কাজসমূহ: আইন-শৃঙ্খলা রক্ষা: পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করা। জননিরাপত্তা: 
জাতীয় ও স্থানীয় নির্বাচন, পূজা, পরীক্ষা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা: ভিআইপি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান করা।
দুর্যোগ মোকাবিলা: যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার কাজে অংশগ্রহণ করা।আর্থ-সামাজিক উন্নয়ন: জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং সদস্য-সসদ্যাদের বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া যেমন: সেলাই, কম্পিউটার, ইলেকট্রিশিয়ান, মটর ড্রাইভিং ইত্যাদি)। মোবাইল কোর্ট পরিচালনা: মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা। 
সংক্ষেপে, ভিডিপি একটি স্বেচ্ছাসেবী বাহিনী যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

No comments found


News Card Generator