পুরা বাংলাদেশ গোপালগঞ্জে মুভ করুন। আমাদেরকে চারদিক থেকে গিরে ফেলেছে।..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গোপালগঞ্জে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। জুলাই আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ছাত্র ফোরাম (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের পথে রওনা হয়েছিলো সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।..

এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। তিনি একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন—
"পুরা বাংলাদেশ গোপালগঞ্জে মুভ করুন। আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে।"
এই বক্তব্য থেকে স্পষ্ট—পদযাত্রা শুরুর আগেই চারদিক থেকে ঘেরাও করে ফেলেছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মশিউর রহমান আরও দাবি করেন, পদযাত্রায় হামলা চালানো হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে।

এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি প্রশাসন কিংবা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এনসিপি বলছে, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবে এবং জনগণের দাবি নিয়ে মাঠে থাকবে।

গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে থমথমে।
পদযাত্রা ঘিরে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, তা বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার স্বাধীনতা ও সহনশীলতার প্রশ্ন আবারও সামনে এনেছে।

Md Showon
Md Showon 2 月 前
দেখি তো
1 0 回复
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI 3 月 前
ক্ষমতাসীন দল আছে এখনও?
1 0 回复
显示更多


News Card Generator