close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার..

Ranajit Barman avatar   
Ranajit Barman
থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই জন গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।..

শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই জন গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(১৩ জুন) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে শ্যামনগর থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন শ্যামনগর উপজেলার হাওলভাঙ্গী গ্রামের  মোঃ আজিজুল ইসলাম(২১) ও একই এলাকার মোঃ সাইফুল ইসলাম(২৩)। 

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লার নেতৃত্বে শ্যামনগর থানার এস আই মোঃ জহিরুল ইসলাম, এস আই মোঃ মিজানুর রহমান ও এ এস আই মোঃ আব্দুল মোমিন শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা  করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয় এবং এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন দুইজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার করা সহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নম্বর-১৮। তাং-১৪ জুন’২৫। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্য ও উদ্ধারকৃত মোটরসাইকেল।

 

No comments found