জিএমপি, গাজীপুর এর পূবাইল থানাধীন হাড়িবাড়ীরটেক সাকিনস্থ ঘোড়াশাল টু টঙ্গী গামি মহাসড়কের পাশে কালভার্টের নিকটে অজ্ঞাতনামা একজন পুরুষ, বয়স অনুমান ৩০(ত্রিশ) বছর এর লাশ পাওয়া যায়। উক্ত লাশের পরনে কলার যুক্ত ফুল হাতা কালো শার্ট, কালো প্যান্ট, কোমড়ে কালো বেল্ট ও কালো সু জুতা পরিহিত ছিল। ইং ০৪/১১/২০২৫ তারিখ সময় বেলা ১১.৪৫ ঘটিকায় অজ্ঞাতনামা লাশ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করিয়া লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর প্রেরণ করা হয়। পরিচয় বিহীন অজ্ঞাতনামা লাশ বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। লাশের পরিচয় সনাক্তের জন্য ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করা জন্য অনুরোধ করছি। কোন ব্যক্তি লাশের পরিচয় পাইলে পূবাইল থানার অফিসার ইনচার্জ এর মোবাইল নম্বর (০১৩২০০৭০৬৯৩) এবং সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নাসির উদ্দিন এর মোবাইল-০১৭১২-৩৮৪৯৭৭) এর সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি



















