পটুয়াখালী পায়রা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ আতাউল্লাহ জামালী কে পটুয়াখালী সদর থানার ১ নং ব্রিজ এলাকায় আজ সকাল ১০ ঘটিকায় নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসায় গেলে বেড়ধক পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসী রিপন হাওলাদার। তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে সালেহা আজাহারিয়া নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর আমি কলাপাড়ায় চাকরি করার কারনে দেখভাল করার দায়িত্ব দিই তখন রিপন হাওলাদার আমাকে তার পারিবারিক সমস্যার কথা তুলে ধরে ৪ লক্ষ টাকা ধার চাই ধার দেই পরে বিভিন্ন সময় টাকা চাইলে নানা অজুহাতে পরে দিবে বলে একাধিক তারিখ দেয় টাকাটা অন্যের কাছ থেকে ধার করে এনে দিয়েছি বলে পাওনাদাররা আমাকে চাপ দিতে থাকে। আজ তার বাসায় টাকা চাইতে গেলে রিপন হাওলাদার সহ ৭-১০ জন সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে যার মধ্যে পটুয়াখালী জে মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শাহলম তালুকদার, ইটবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা নাসির হাওলাদার, কামাল দফাদার অন্যতম । যা রিপন হাওলাদার এর বাসার সিসি ক্যামেরা চেক করলেই পাওয়া যাবে। পরে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ব্যবহৃত মোটরসাইকেলটি (টিভিএস ১০০) ও তারা নিয়ে গেছে বলে জানা যায়। মোটরসাইকেলটি রিপন হাওলাদার এর বাসার সামনে রাখা ছিল।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
পটুয়াখালীতে মসজিদের ইমামকে বেড়ধক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বিএনপি নেতাকর্মীরা।....
Không có bình luận nào được tìm thấy



















