প্রতিনিধিঃ গলাচিপা (পটুয়াখালী)
চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপার কৃতী সন্তান মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার। তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
গত ১৩ জানুয়ারি (সোমবার) জেলা পর্যায়ের বাছাই কমিটির সিদ্ধান্তে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার বর্তমানে পাঁচজুনিয়া ধানখালী পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক এবং দক্ষিণ-পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইংরেজি ও কম্পিউটার বিষয়ে বিশেষভাবে দক্ষ। পাশাপাশি তিনি গলাচিপা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ও জেএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষক, এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের হল সুপার এবং জাতীয় শিক্ষাক্রমের মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছেন।
শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সামাজিক সেবায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর আওতায় গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ইউনিটের টিম লিডার ও ইউনিয়ন ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৩ সালে গলাচিপা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন।
মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার গোলখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির সন্তান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন,“এই অর্জন একার নয়। এটি উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের সম্মিলিত অবদান। সবার ভালোবাসা ও সহযোগিতায় ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আরও এগিয়ে যেতে চাই।”
তার এই সাফল্যে শিক্ষা সংশ্লিষ্ট মহলসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। এর জন্য টাইটেল ডেসক্রিপশন ও টেগ চাই



















