close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালী জেলা বন্ধু দলের সভাপতির কারামুক্তি।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ২১:৪৬ পিএম, ১২ মে ২০২৫

পটুয়াখালী জেলা বন্ধু দলের সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন আজ সন্ধ্যা ৬: ৩০ মিনিটে পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।  বিগত ০১ মে ২০২৫ মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ করেন তিনি। জেলা বন্ধু দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাঈদ অর্ধ শতাধিক নেতাকর্মীদের নিয়ে জেলগেটে তাকে বরণ করে নেন । 

Ingen kommentarer fundet


News Card Generator