আগামী ০৩ মে শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য ০২ মে শুক্রবার বাদ জুম'আ ০৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করার জন্য লিফলেট বিতরণ করেছে পটুয়াখালী জেলা হেফাজতে ইসলাম। দাবীসমূহ হলো ০১. নারী বিরোধী সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল। ০২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল । ০৩. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাসহ সকল গণহত্যার বিচার । ০৪. ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গনহত্যা ও নিপিড়ন বন্ধ। আারও উল্লেখ করে যে, গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে নারী বিষয়ক সংস্কার কমিশন কতৃক প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবিত প্রতিবেদনে ১১ তম অধ্যায়ের ১১.৩.১ এর ক অনুচ্ছেদ পবিত্র কুরআন এর সূরা নিসা এর ১১ নং আয়াতের বিরুদ্ধে, ৫ম অধ্যায়ের ৩.২.৩ এর খ অনুচ্ছেদ সূরা নিসা এর ০৩ নং আয়াতের বিরুদ্ধে, ৬ষ্ঠ অধ্যায়ের ৬.৩.১ অনুচ্ছেদ সূরা নিসার ৪৪ নং আয়াতের বিরুদ্ধে, ৩য় অধ্যায়ের ৩.২.১.১.৩ এর ক অনুচ্ছেদ সূরা আল ইমরান এর ৮৫ নং আয়াতের বিরুদ্ধে, ১২ তম অধ্যায়ের ১২.৩.১১ এর জ অনুচ্ছেদ সূরা আন নূর এর ০২ নং আয়াতের বিরুদ্ধে উপস্থাপিত হয়েছে । এসময় যদি ইসলামের মৌলিক বিধান রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে। দ্রুত এই সংস্কার কমিশন বাতিলসহ ইসলামি ধর্মমনা ও সুস্থ সংস্কৃতির অনুগামী প্রতিনিধিদের সমন্বয়ে কমিশন গঠনের দাবি জানানো হয় লিফলেটে ।
প্রকাশিত : ২২:১২ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
Không có bình luận nào được tìm thấy