close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালী–৩ কে দুর্যোগ-সহনশীল ও আত্মনির্ভরশীল গড়ে তুলতে অধ্যাপক শাহ আলমের ১৬ দফা উন্নয়ন অঙ্গীকার..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালী–৩ (গলাচিপা ও দশমিনা) আসনকে একটি নিরাপদ, আধুনিক ও টেকসই অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে ১৬ দফা উন্নয়ন অঙ্গীকার ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম।
নদী ভাঙন..

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী–৩ (গলাচিপা ও দশমিনা) আসনকে একটি নিরাপদ, আধুনিক ও টেকসই জনপদে রূপান্তরের লক্ষ্যে ১৬ দফা উন্নয়ন অঙ্গীকার ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম।

তিনি বলেন, উপকূলীয় এই জনপদ দীর্ঘদিন ধরে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে—দশমিনা ও গলাচিপা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় অন্তত ১০ কিলোমিটার স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। একইসঙ্গে প্রাণরক্ষায় প্রতি ইউনিয়নে কমপক্ষে একটি করে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ ও বিদ্যমান আশ্রয়কেন্দ্র আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

উপকূলীয় এলাকার প্রাকৃতিক প্রতিরক্ষা জোরদারে অন্তত ৫০০ একর জমিতে ম্যানগ্রোভ ও সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দশমিনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে শতভাগ কার্যকর করা এবং গলাচিপায় একটি নতুন টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন অধ্যাপক শাহ আলম।
মৎস্যসম্পদভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে একটি ফিশ প্রসেসিং ইউনিট এবং তিনটি কাঁকড়া ও চিংড়ি হ্যাচারি স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষা খাতে উন্নয়নের অংশ হিসেবে একটি সরকারি অনার্স কলেজ প্রতিষ্ঠা, প্রতিবছর অন্তত ২০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য বৃত্তি ও ফ্রি কোচিং সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গলাচিপা ও দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা, আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি স্থাপন এবং চর ও দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম চালুর কথা জানান তিনি। জরুরি রোগী পরিবহনে ফ্রি ওয়াটার এম্বুলেন্স ও স্পিডবোট সেবার ব্যবস্থাও রাখা হবে বলে জানান।

কৃষি খাতে ধান ও ডালের পাশাপাশি লবণ সহনশীল ফসল, সূর্যমুখী, ভুট্টা ও সবজি চাষ সম্প্রসারণ এবং কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্য বাজার নিশ্চিতে দুটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া দুই উপজেলায় আধুনিক বাজার ও ভেহিক্যাল স্ট্যান্ড নির্মাণ, যুব সমাজের জন্য আধুনিক স্পোর্টস ও কালচারাল কমপ্লেক্স স্থাপন এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই, ফুড প্রসেসিং ও অনলাইন আয়ের প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়।

উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে মাসিক গণশুনানি ও প্রকল্পের অগ্রগতি জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করা হবে বলেও জানান অধ্যাপক শাহ আলম।

তিনি বলেন, “পটুয়াখালী–৩ কে শুধু নির্বাচনী এলাকা নয়, একটি মডেল উপকূলীয় জনপদে পরিণত করাই আমার লক্ষ্য। জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।”

コメントがありません


News Card Generator