পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক জেলে-৪
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য হেতালবুনিয়া এলাকা থেকে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্টপেট্রোল টিম। রবিবারে নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদেরকে আটক করা হয়।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সূত্রে জানা যায় অভয়ারাণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্টপেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকার হালিম শেখ(৬০), জুব্বার মালী(৫৮), তৈবুর রহমান (২৫) ও জাহাঙ্গীর আলম (৩২)।
স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারাণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করেছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এবিষয়েসাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনীফরেস্টস্টেশনকর্মকর্তাজিয়াউররহমানবলেনসোমবারসকালেআটককৃতজেলেদেরবুড়িগোয়ালিনীস্টেশনেনিয়েআশারপরেবনআইনেমামলাদায়েরকরেবিজ্ঞআদালতেপ্রেরণকরাহয়েছে।
ছবি- সংগৃহিত