close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়-নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মোকসেদুল ইসলাম ইকবাল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মোকসেদুল ইসলাম ইকবাল বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা। ব্যক্তিস্বার্থ নয়, দলীয় স্বার্থকে সর্বোচ্চ গু..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: "রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কারো একক সম্পত্তি নয়-এটি আমাদের সকলের। দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন মোকাবিলা করতে হবে।"-এমনই মন্তব্য করেছেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকসেদুল ইসলাম ইকবাল।

এক বার্তায় তিনি বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা। ব্যক্তিস্বার্থ নয়, দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কেউ ব্যক্তি রাজনীতি করলে দলের ক্ষতি হবে। দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন (টিকেট) দেওয়া হবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব।”

তিনি আরও বলেন, “যদি আমরা সকলে এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারি, তবে দলে বিভাজন বা প্রতিহিংসার কোনো সুযোগ থাকবে না। আমাদের উচিত, দলের মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা। কারণ এই দলই আমাদের পরিচয় বহন করে। দলীয় সুনাম যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিনষ্ট না করে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে ইকবাল বলেন, “আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ইনশাআল্লাহ ধানের শীষকে ভালুকা থেকে বিজয়ী করব।”

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যেই মাঠ পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের আন্দোলন-নির্বাচন ঘিরে নেতাকর্মীরা আশাবাদী।

Nessun commento trovato