শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। টেস্টেও মিরাজ অনেক গুরুত্বপূর্ণ। গত চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক মেহেদী মিরাজ। সেইসাথে টেস্ট দলের সহ অধিনায়ক ও তিনি।
জ্বর থাকায় দলের সাথে দুই দিন অনুশীলন করতে পারেননি মিরাজ। তাইতো প্রশ্ন উঠে, মিরাজকে কি টেস্ট সিরিজে দেখা যাবে? এমন এক প্রশ্নে গতকাল প্রেস কনফারেন্সে অধিনায়ক নাজমুল শান্ত বলেন, মিরাজের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো পর্যবেক্ষণে আছে। আগের থেকে ভালো অবস্থায় আছে।’ আগের দিন প্রধান কোচ ফিল সিমন্সও জানিয়েছিলেন, শেষ পর্যন্ত মিরাজের জন্য অপেক্ষা করবেন তাঁরা।
তবে দলীয় সূত্রের খবর অনুযায়ী, মিরাজের গল টেস্ট খেলা অনেকটাই অনিশ্চিত। ভাইরাস জ্বর আক্রান্ত হয়েছেন তিনি। শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরও তাঁর হয়নি। ইতিমধ্যে অনেকটাই সুস্থ হয়ে গেছেন তিনি।
তবে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা আসেনি। আগামীকাল সকালেই চূড়ান্ত সিধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব।



















