close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

প্রতারণার অভিযোগে দুই নারী আটক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ির কাছে থেকে প্রতারনা করে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ির কাছে থেকে প্রতারনা করে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল '২৫) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)।

তারা শহরের মুনজিতপুর একাডেমী মসজিদ এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী ও বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, জোসনা খাতুন এক সময় তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝে মধ্যে তিনি আমার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে বকেয়া টাকা দেয়ার কথা বলে জোসনা খাতুন তাকে বাসায় ডাকেন। বিকেল সাড়ে ৫টার দিকে একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। বসার কিছুক্ষনের মধ্যে ৮/১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করেন। পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবী করেন। পরে বাধ্য হয়ে ৩৫ হাজার টাকা আমার শালক নুরুর মাধ্যমে টাকা পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator