পরলোক গমন করেছেন ঢাবির সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিক।

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ই মার্চ বৃহস্পতিবার রাত ১০ঃ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ..

অধ্যাপক আরেফিন সিদ্দিক ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) অসুস্থ হয়ে পড়েন। তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এরপর তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাঁকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম  উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে ২০১৭ সালে তিনি  আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ২০২০ সালের জুন মাসে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান।

 ছোট  ভাই সাইফুল্লাহ সিদ্দিক জানিয়েছেন, অধ্যাপক আরেফিন সিদ্দিকের  জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি । তিনি বলেছেন, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল আজিমপুরে মা–বাবার কবরের পাশে অধ্যাপক আরেফিন সিদ্দিককে দাফন করা হবে।

Ingen kommentarer fundet


News Card Generator