close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রযুক্তি ও নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির মধ্য দিয়ে পবিত্র হজ শুরু হচ্ছে বুধবার..

Zahidul Islam avatar   
Zahidul Islam
বিশ্ব মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা পবিত্র হজের মৌসুম সৌদি আরবে শুরু হচ্ছে আগামীকাল, বুধবার (৪ জুন)। আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলে হজের ..

বিশ্ব মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা পবিত্র হজের মৌসুম সৌদি আরবে শুরু হচ্ছে আগামীকাল, বুধবার (৪ জুন)। আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলে হজের আনুষ্ঠানিকতা, সেই অনুযায়ী ২০২৫ সালের হজ শুরু হচ্ছে এবার।

এবারের হজকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন ও প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ইতোমধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবারও চালু করা হয়েছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। অত্যাধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি হজের সাতদিনে ৪৯০০ বার চলাচল করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ পরিবহন সেবা প্রদান করা হবে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যান ও সংস্কার করা হয়েছে। যানবাহনের মান যাচাই ও নিরবিচ্ছিন্ন চলাচলের লক্ষ্যে অন্তত ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যা প্রযুক্তির মাধ্যমে তদারক করা হবে।

পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেল সার্ভিসের ট্রিপ সংখ্যা এবার ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে, যাতে হজযাত্রীদের যাতায়াতে বাড়তি সুবিধা দেওয়া যায়।

যোগাযোগব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০টি ওয়াই-ফাই পয়েন্ট।

সবমিলিয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ। বিশ্বজুড়ে লাখো মুসলমানের অংশগ্রহণে ধর্মীয় ও মানবিক এই মহাসমাবেশে সৌদি সরকার সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Keine Kommentare gefunden