প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের ফলপ্রসূ বৈঠক: বিশেষ উন্নয়নের প্রতিশ্রুতি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে এই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, এবং উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার বিশেষ আশ্বাস বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন আবাসিক হল নির্মাণ, ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠন, এবং গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা করার আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় বৈঠকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৫২ সালের ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের নবজাগরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান নিয়ে আলোচনা হয়। উপাচার্য শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে
Nessun commento trovato