close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রাণীর সুরক্ষায় মানবিক উদ্যোগ: সিলেটের  এমসি কলেজে বিনামূল্যে জলাতঙ্ক টিকা কর্মসূচি।..

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
প্রাণীদের প্রতি মমত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে আয়োজন করা হয়েছে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধ টিকা প্রদান কর্মসূচি।..

শুক্রবার  (২৩ জানুয়ারি) সকালে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাণিবান্ধব সংগঠন ‘নার্চার মুরারিচাঁদ’ ‘প্রাধিকার’–এর যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে কলেজ ক্যাম্পাস ও আবাসিক হল এলাকায় থাকা সুস্থ কুকুর ও বিড়ালদের টিকা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম মো. কাওছার এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন তাপসী আনিকা ইসলাম।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়। তিনি বলেন,“একসময় মানুষ প্রাণীদের প্রতি অমানবিক আচরণ করত। কিন্তু সময় বদলেছে। বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি মানবিক ও দায়িত্বশীল—এ ধরনের উদ্যোগ তারই প্রমাণ।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নার্চার মুরারিচাঁদের উপদেষ্টা এবং এমসি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেটস বাবার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সোহাগ তালুকদার, প্রাধিকারের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তানভীর হাসান রিমন, সাবেক সাধারণ সম্পাদক ইশহাক হাসিফ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন ভেটেরিনারি সার্জন রাবেয়া ফেরদৌস মিমি, নার্চার মুরারিচাঁদের সদস্য আব্দুল কাদির ও সাবির আহমেদ সৌরভ।
আয়োজকেরা জানান, গত ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ‘নার্চার মুরারিচাঁদ’ ভবিষ্যতেও প্রাণীদের কল্যাণে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।
মানবতা ও সহানুভূতির এমন উদ্যোগ কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

Walang nakitang komento


News Card Generator