প্রাণহীন সড়কে দুর্বিষহ জনজীবন

S M Robiul Hasan avatar   
S M Robiul Hasan
****
চট্টগ্রাম জেলার, সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত ১০ নং সলিমপুর ইউনিয়ন। এই ইউনিয়নের অধীনে রয়েছে মোট ৯ টি ওয়ার্ড। যার মধ্যে সবচেয়ে অবহেলিত সর্বশেষ ৯ নং ওয়ার্ডটি। ‘নিলম্বর তালুকদার সড়ক’ নামে পরিচিত ৯নং ওয়ার্ডের এই সড়কটির করুণ দশা বছরের পর বছর ধরেই চলমান। কালেভদ্রে সড়কের সংস্কারের উদ্যোগ নিলেও, সঠিক পরিকল্পনার অভাব আর দায়িত্বশীলদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এই এলাকার সাধারণ বাসিন্দাদের আজ ভোগান্তির শেষ নেই।
 
স্বৈরাচারী সরকারের আমলে সর্বশেষ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার নির্বাচিত প্রতিনিধিগণ এই সড়কের সংস্কার কাজ হাতে নিলেও, তা পরিপূর্ণ না করেই সমাপ্ত করে দেওয়া হয়। যার ফলে বর্ষা এলেই এই এলাকার সাধারণ মানুষদের জন্য ‘নিলম্বর তালুকদার সড়কটি’ হয়ে ওঠে একটি অভিশাপ। পাশাপাশি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা সারাবছরই এই এলাকার মানুষদের সহ্য করে যেতে হচ্ছে। 
 
বর্ষা মৌসুমে ব্যক্তি উদ্যোগে কেউ কেউ শুধুমাত্র মানুষের কোনোমতে চলাচলের ব্যবস্থা করলেও, যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনো সমাধানের পথ বের হচ্ছে না। বিশেষত পায়ে চালিত এবং ব্যাটারি চালিত রিকশা, ভ্যানগাড়ি, মোটর বাইক এবং সি.এন.জি. গুলোকে প্রায়শই ভারী কাঁদায় চলতে গিয়ে আটকা পড়তে হয়। তাই অনেক চালক সহজে আসতে চাননা এ সড়কে। এধরণের সড়কে বয়োজ্যেষ্ঠ মানুষদেরও অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করা লাগে। 
 
এমতাবস্থায়, নিলম্বর তালুকদার সড়ককে কেন্দ্র করে বসবাসকারী প্রতিটি সাধারণ বাসিন্দাদের একটাই দাবি, এই সড়কটির পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে এলাকার মানুষকে যেন একটি বসবাসযোগ্য সুন্দর এলাকা উপহার দেওয়া হয় এবং এ লক্ষ্যে স্থানীয় সরকারের বর্তমান দায়িত্বরত কর্তাব্যক্তিগণ বিষয়টি যেন আমলে নেন। 
کوئی تبصرہ نہیں ملا