পলকের জন্য সুখবর, পাওয়া গেছে সেই হারানো সোয়েটার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক কারাগারে দাঁড়িয়ে আদালতে জানান তার দুটি সোয়েটার ‘হারিয়ে’ গেছে! সোয়েটার ছাড়া শীত কাঁপিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তদন্তে উঠে এল ভিন্ন চিত্র—ব্..

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক সম্প্রতি আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় তাঁর দুটি সোয়েটার 'হারিয়ে গেছে'। শীত আসছে—এমন বাস্তবতায় এই অভিযোগ নিয়ে শুরু হয় আলোচনার ঝড়। কিন্তু শেষ পর্যন্ত মিললো সেই বহু আলোচিত সোয়েটার।

কী ঘটেছিল?
পলকের আইনজীবীর মাধ্যমে জানা যায়, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তার দুটি সোয়েটার খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে পলক আদালতে বলেন, "যদি শীত পর্যন্ত কারাগারে থাকতে হয়, তবে সোয়েটার তো লাগবেই।"

তবে কারা কর্তৃপক্ষ জানায় ভিন্ন তথ্য। কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। তবে মালিক চিহ্নিত না হওয়ায় ব্যাগটি ফের স্টোররুমে রেখে দেওয়া হয়।

তদন্তে কী পাওয়া গেছে?
তদন্তে জানা গেছে, পলকের স্ত্রী সম্প্রতি কারাগারে সাক্ষাতে গেলে তিনি কিছু শীতের কাপড় স্ত্রীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে নিরাপত্তারক্ষীর কাছে দেন। অসাবধানতাবশত ব্যাগটি পড়ে থাকে। পরে কারা রক্ষীরা সেটি স্টোররুমে জমা রাখে।

তবে প্রশ্ন থেকেই যায়…
তত্ত্বাবধায়কের মতে, "পলক আলোচনায় থাকার জন্য প্রায়ই উদ্ভট দাবি করেন। সোয়েটার হারানোর ঘটনাও তারই অংশ। কারাগারে কোনো বন্দির মালামাল হারানোর সুযোগ নেই।"

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট পলক গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator