রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর পলাশ উপজেলায় একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শ্রমিকের নাম এমরান মিয়া, ডাকনাম নয়ন বাবু (৩৫)। তিনি কেন্দুয়াবো গ্রামের বাসিন্দা ও আমির ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমরান মিয়া বাড়ির পাশেই মোস্তফা নামে এক ব্যক্তির তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি কারখানার ভেতর থেকে প্রস্রাবের জন্য বাইরে বের হন। এরপর আর কারখানায় ফিরে আসেননি।
ভোর আনুমানিক ৫টার দিকে কারখানার আরেক শ্রমিক সিফাত বাইরে বের হয়ে এমরানকে কারখানার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পলাশ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে এমরান মিয়ার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।



















