পলাশে দুই ভাই হত্যা: প্রধান আসামি পাভেলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
পলাশে দুই ভাই হত্যা: প্রধান আসামি পাভেলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর পলাশে চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতদের মা রাবেয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে পলাশ থানায় এই মামলা দায়ের করেন।  

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, ১০-১২ জন অজ্ঞাতনামা আসামিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহত দুই ভাই রাকিব ও সাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।  

ওসি মনির হোসেন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া, ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঈদের দিন (সোমবার) সকালে ভাগদী এলাকায় চোর সন্দেহে হিমেল নামে এক যুবককে পিটুনি দেওয়া হয়। পরে সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে রাকিব ও সাকিবের ওপর হামলা চালায় একদল লোক। তাদের বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে কুপিয়ে হত্যা করা হয়। দুই ভাইকে বাঁচাতে গেলে তাদের বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।

এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তদন্তে আরও আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।  

এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। নিহতদের পরিবারসহ স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তের মাধ্যমে হত্যার আসল কারণ বেরিয়ে আসবে বলে মনে করছেন পুলিশ ও এলাকাবাসী।

Geen reacties gevonden


News Card Generator