close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পিরোজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামীয়া আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে

বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে উৎসবমুখর পরিবেশে র‍্যালিতে অংশগ্রহণ করে। 

র‍্যালিটি কাউখালী উপজেলার শিয়ালকাঠীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা শিরোনামে কর্মসূচির কথা উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের মাথায় বিজয় দিবস এর স্লোগান সংবলিত ফিতা ও হাতে জাতীয় পতাকা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। 

আলোচনা সভায় উপস্থিত  ছিলেন, মোঃ রেজাউল করিম প্রধান শিক্ষক রহমানিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, হাফেজ মাওলানা হাফিজুল্লাহ, মোঃ জিয়াউল করিম। 

বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শহীদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে কাজ করতে হবে। 

এবং বক্তারা আরো বলেন, মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনা উদ্বৃত্ত করতে হবে যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে । 

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট উপস্থিতি ছিলেন।

No comments found


News Card Generator