উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত নেতৃবৃন্দের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক ও পৌর মহিলা দলের আহ্বায়ক শাহানা আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ও সাবেক সদস্য কামরুজ্জামান চান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা।
এ সময় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নারী নেত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মহিলা দলের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Nessun commento trovato



















