close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে..

এমন আহ্বান জানিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। 

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা ও অন্যের ওপর দোষারোপের সংস্কৃতি পরিহার করে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও সমস্যার উন্নয়ন কাজ থেকে শুরু করাই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। অপেক্ষা না করে নিজেদেরকেই অগ্রণী হতে হবে।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী তরুণদের আবেগ, উন্মাদনা ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে বাংলাদেশের অগ্রগতির গতিপথকে সঠিক দিকে চালিত করতে। এজন্য প্রয়োজন ধৈর্য, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ও আশাবাদের সমন্বয়। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের কর্মস্পৃহা ও মতামত বাস্তবায়িত হলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

没有找到评论


News Card Generator