এমন আহ্বান জানিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা ও অন্যের ওপর দোষারোপের সংস্কৃতি পরিহার করে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও সমস্যার উন্নয়ন কাজ থেকে শুরু করাই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। অপেক্ষা না করে নিজেদেরকেই অগ্রণী হতে হবে।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী তরুণদের আবেগ, উন্মাদনা ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে বাংলাদেশের অগ্রগতির গতিপথকে সঠিক দিকে চালিত করতে। এজন্য প্রয়োজন ধৈর্য, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ও আশাবাদের সমন্বয়। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের কর্মস্পৃহা ও মতামত বাস্তবায়িত হলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।



















