পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন এর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার ২নং ওয়ার্ডের ঝাটকাঠী চিলা শিকদার বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোশারফ সিকদার, মোহাম্মদ হামিদ শিকদার, মোহাম্মদ সত্তার শিকদারসহ বিএনপি, যুবদল, জাসাস, শ্রমিকদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধানের শীষ গণতন্ত্র, জণগনের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন এর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।



















