close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর

‎স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার আদেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত আজ ( বুধবার)  অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

গত ৩ সেপ্টেম্বরে পিরোজপুরে শিল্পকলা অডিটোরিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়ে এ ঘটনা তাদের কোন সম্পৃক্ততা ছিল না। তবে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে তাদের কোন অভিযোগ নেই এবং দলের সিদ্ধান্ত তারা মেনে নিয়ে অপেক্ষা করবেন। এরপর প্রায় ৩ মাস পরে  জেলা কমিটি উপর থেকে সাংগঠনিক কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

‎এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন জানান, সব অবস্থায়  দলের সব সিদ্ধান্ত মেনেই রাজনীতি করেছি। আগামীদিনেও দলের সিদ্ধান্ত মেনে সংগঠন পরিচালনা করবো। তবে আমার কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য।

No comments found


News Card Generator