close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে ৫-হাজার টাকা জরিমানা।..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে ৫-হাজার টাকা জরিমানা।

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে ৫-হাজার টাকা জরিমানা। 

মো: আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সবুজ আলী (৩৫) নামের এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে  উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা  এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পশু জবাই করার পূর্বে পরিক্ষা না করায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবির।

উক্ত স্থানে  উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাক্তার রনজিৎ চন্দ্র সিংহ,  ভেটেনারি সার্জন ডাক্তার সানজিদ হাসান,ও পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

স্থানীয়দের দীর্ঘ দিনের অভিযোগ ছিল, ‘ব্যাবসায়ীরা বেশির ভাগ রোগাক্রান্ত পশু (ছাগল)  বিভিন্ন হাটবাজার ও এলাকা থেকে কম দামে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই সেনুয়া চৌরাস্তায় নিয়ে এসে জবাই করে মাংস বিক্রি করতেন। 

আর এসব ছাগল লোক দেখিয়ে প্রকাশে জবাই করে বিভিন্ন এলাকার পাইকারি মাংস বিক্রেতাদের কাছে পাঠিয়ে দেন তারা।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator