close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পিএসজির শিরোপা উদযাপনে নিহত দুই, আহত দুই শতাধিক

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেন। চ্যাম্পিয়নস লিগ জয় করে প্যারিসে ফিরে ফুটবলাররা। অংশ নেয় ঐতিহাসিক শিরোপার উদযাপনে। তবে পিএসজির ঐতিহাসিক শিরোপা জয়ের উৎসব রুপ নেয় সহিংসতায়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের সূত্র মতে, ফ্রান্সে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ান সমর্থকরা। নিহত দুইজন ও আহত হয়েছেন দুই শতাধিক।

প্যারিসে গাড়ির ধাক্কা ও ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। চ্যাম্পস ইলিসেস থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি গাড়ির ধাক্কায় এক স্কুটার চালকের মৃত্যু হয়। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে প্রাণ হারায়।

প্যারিস ছাড়াও দেশটির বিভিন্ন শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ২০০-র বেশি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব সহিংস ঘটনায় অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আতশবাজি ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। উৎসবে অংশ নেওয়া জনস্রোতের ওপর গাড়ি তুলে দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে।

এ ঘটনায় সাধারণ মানুষ তো বটেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন, এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator