শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম অবশেষে পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে নিজের ব্যক্তিগত সহকারীর (পিএস) মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবিকে আমিনুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা আসছিল পদত্যাগের জন্য। তাই বাধ্য হয়েই আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি।”
উপদেষ্টা পরিষদে পরিবর্তন ও রদবদল
গত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কয়েক দফায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন।
সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে পালন করা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
বিশেষ সহাকারীদের ভূমিকা
গত বছরের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন। এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছিলেন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।
ভবিষ্যৎ পরিকল্পনা
পদত্যাগের পর অধ্যাপক আমিনুল ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা এখনো জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তের প্রভাবেই তার এই সিদ্ধান্ত। আগামী সময়ে উপদেষ্টা পরিষদে আরও পরিবর্তন আসতে পারে বলে অনেকে ধারণা করছেন।