close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পদ্মার এক কাতল ৪০ হাজারে বিক্রি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ধরা ২১ কেজির কাতল মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হলো। জেলে রবিন ও ব্যবসায়ী চাঁন্দুর নিলাম ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।..

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার ভোররাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পদ্মার বিশাল ঢেউয়ের বুক চিরে জেলে রবিন হালদারের জালে ধরা পড়ে এক ‘রাজকীয় কাতল মাছ’। ওজন ২১ কেজি ৬০০ গ্রাম। মূল্য শুনে আপনি চমকে উঠতে পারেন—৩৯ হাজার ৯৬০ টাকা!

স্থানীয়রা বলছেন, পদ্মা নদীর এই অঞ্চলে এত বড় ও মূল্যবান কাতল মাছ এক দশকের মধ্যে দেখা যায়নি। ভোরের অন্ধকারে রবিন যখন মাছটি ধরে তীরে ফেরেন, তখন থেকেই আশপাশের এলাকাজুড়ে শুরু হয় গুঞ্জন।

রবিন হালদার জানান, তিনি বাহিরচর এলাকার কাছে প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করেই তার জালে প্রচণ্ড টান লাগে। মনে হচ্ছিল যেন পুরো নৌকাই উল্টে যাবে। অনেক কষ্টে মাছটি তীরে এনে তিনি বুঝতে পারেন এটি একটি বিশাল আকৃতির কাতল।

ভোরের আলো ফোটার আগেই মাছটি নিয়ে যাওয়া হয় দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ীদের ভিড় লেগে যায়। অবশেষে শুরু হয় উন্মুক্ত নিলাম। দামের শুরু ১ হাজার ২০০ টাকা কেজি থেকে হলেও দ্রুতই তা পৌঁছে যায় ১ হাজার ৮০০ টাকায়। শেষ পর্যন্ত মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার খ্যাতনামা ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।

চাঁন্দু মোল্লা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন, তিনি মাছটি ১,৮০০ টাকা কেজি দরে কিনেছেন, যার মোট মূল্য দাঁড়ায় ৩৮ হাজার ৮৮০ টাকা। এরপর তিনি ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে দুপুর ১২টার দিকে মাছটি বিক্রি করেন ৩৯ হাজার ৯৬০ টাকায়।

চাঁন্দু বলেন, “এমন মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। পদ্মার পানি এখনো অনেক রহস্য নিয়ে বয়ে যায়। ঢাকার বড় রেস্টুরেন্টগুলোতে এই ধরনের কাতলের অনেক চাহিদা আছে। তাই এত দামে বিক্রি করতে পেরেছি।”

এ ঘটনায় গোটা দৌলতদিয়া ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এ যেন পদ্মার জল থেকে উঠে আসা এক ‘সোনার মাছ’। অনেকেই ছবি তুলতে ভিড় করেছেন আড়তে।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, পদ্মা নদী এখনো বিপুল প্রাণবৈচিত্র্যের আধার। মাঝে মাঝে এই রকম বড় মাছ পাওয়া এরই প্রমাণ। তবে তারা আরও বলেন, মাছের এমন বিপুল চাহিদা থাকায় এখনই আরও উন্নত ও টেকসই মাছ চাষে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও এই মাছ ঘিরে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, “এটাই পদ্মার রাজা”, আবার কেউ লিখছেন, “জীবনে একবার এমন মাছ ধরতে পারলে জীবনের অভাব মিটে যেত!”

এভাবেই পদ্মার বুকে জন্ম নেয়া এক বিশাল কাতল মাছের গল্প হয়ে গেল মানুষের মুখে মুখে ঘোরাফেরা করা এক চমকপ্রদ ঘটনা।

कोई टिप्पणी नहीं मिली