আজ শুক্রবার, ৬ জুন ২০২৫:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুস্থ বন্দিদের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন কারাগারের সিনিয়র জেল সুপার জনাবা সুরাইয়া আক্তার এবং জেলার জনাব এ.কে.এ.এম মাসুম। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, যারা যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়নে অংশ নেন।
উল্লেখ্য, ঈদের আনন্দ বন্দিদের মধ্যেও ছড়িয়ে দিতে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি গ্রহণ করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। আজকের আয়োজনে শতাধিক দুস্থ বন্দির মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়, যা বন্দিদের মধ্যে আনন্দ ও স্বস্তির বার্তা বয়ে আনে।
এ সময় সিনিয়র জেল সুপার জনাবা সুরাইয়া আক্তার বলেন, “বন্দিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের এই আনন্দ তারা যাতে কিছুটা হলেও অনুভব করতে পারে, সেটিই আমাদের প্রয়াস।”
জেলার জনাব এ.কে.এ.এম মাসুম বলেন, “এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম বন্দিদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।”
কারাগার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগের পরিসর আরও বাড়বে এবং সমাজের সকল স্তরে সহমর্মিতার বার্তা পৌঁছাবে।