পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনা ..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটায় একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালিত হয়েছে।..

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পাথরঘাটা কাকচিড়া সড়কের নতুন বাজার এলাকায় এই চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম মোস্তাকিমুল (এস), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১২ জন সদস্যের দুটি সেকশন অংশগ্রহণ করে। এ সময় পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের টিআই ইন্সপেক্টর মেহেদী হাসানসহ আরও ৫ জন পুলিশ সদস্য সহযোগিতা করেন।

চেকপোস্ট চলাকালীন পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণসহ সন্দেহভাজন ব্যক্তি ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় মোট ২০৯ টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে ১৮০টি মোটরসাইকেল, ৯টি মাইক্রোবাস ১ টি বাস, ইজিবাইক ১৬ টি এবং নসিমন ০৩ টি ছিল।

যাচাইকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। মোট ০৯ টি মামলার বিপরীতে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, চেকপোস্ট পরিচালনাকালীন সময়ে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator