close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পারুলিয়ায় সাস সমৃদ্ধি কর্মসূচির উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় সাস সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় সাস সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে '২৫) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় পারুলিয়া ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, ইছামতি টেকনিক্যাল আ্যন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন রহিম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল।

সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, আরএম মিজানুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক, সমৃদ্ধি স্কুলের শিক্ষকগন সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যক্তিদের সামাজিক অবদানের স্বীকৃতি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যার মধ্যে সমৃদ্ধি কর্মসূচির সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখাতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Walang nakitang komento


News Card Generator