close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পারভেজ হত্যাকাণ্ডে শোক, গ্রামে রাস্তায় নিম্নমানের নির্মাণ নিয়ে প্রশ্ন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
রাস্তার কাজে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্নমানের এবং এতে নির্মিত সলিং রাস্তা দীর্ঘস্থায়ী হবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। একজন স্থানীয় প্রবীণ বলেন, "এই রাস্তা আমরা চেয়েছি, এখন হচ্ছে—ভালো কথা। কিন..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান চান গ্রামের সন্তান, এশিয়ান প্রাইম ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজ মোশারফ (২৩) রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বনানীর স্টার টাওয়ারের সামনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মেহরুল ইসলাম, মহাতির হাসান ও আবু তোহর গিফ্ফারি—মিলিতভাবে পরিকল্পনা করে প্রায় ১৫ জন সন্ত্রাসীকে দিয়ে পারভেজকে হত্যা করায়।

শোকাবহ এই ঘটনার মধ্যেও পারভেজের নামে গ্রামে তার বাড়ির দিকে একটি ফ্লাট সলিং রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে সেই স্বস্তির মধ্যেও দেখা দিয়েছে নির্মাণমান নিয়ে অসন্তোষ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার কাজে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্নমানের এবং এতে নির্মিত সলিং রাস্তা দীর্ঘস্থায়ী হবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। একজন স্থানীয় প্রবীণ বলেন, "এই রাস্তা আমরা চেয়েছি, এখন হচ্ছে—ভালো কথা। কিন্তু এই ইট দিয়ে তো দুই মৌসুমই টিকবে না। টাকার অপচয় না হয়ে যায়!"

যিনি এই রাস্তা নির্মাণ করছেন, তাকে সাধুবাদ জানালেও, এলাকাবাসীর আহ্বান হলো যেন মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসন বা জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا