কুষ্টিয়া শহরের বারো শরীফ দরবারের নিকট রক্তাক্ত অবস্হায় পড়ে থাকা অঞ্জাত পরিচয় মহিলার লাশের পরিচয় মিলেছে।ময়না তদন্তকালীন কুষ্টিয়া শহরের চর থানা পাড়া থেকে নিহতের নানী, নিহতের খালা এবং পাবনার শালগাড়িয়া নিহতের পিতা এসে লাশটি সনাক্ত করেছে বলে জানায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন। নিহত মহিলার নাম মায়া খাতুন(২৫)। নিহতের স্বজন সূত্রে জানা যায়, মায়া খাতুন কোট ষ্টেশন এলাকায় একাই বসবাস করতো। ছোট বেলা থেকেই বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। উভয়ই বিয়ে করে আলাদা সংসার করায় অসহায় হয়ে পরে মায়া খাতুন। ওসি মোশারফ হোসেন বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।আঘাত প্রাপ্ত হওয়ায় ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Nema komentara