close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাঁচটি ঘোড়া জবাইয়ের পর বিক্রির চেষ্টা, আটক ১

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারায়ণগঞ্জের পূর্বাচলে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা এক যুবককে আটক করেছে পুলিশ, যারা গরুর মাংসের বিকল্প হিসেবে এই অনৈতিক কাজ করছিল।..

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টরে পুলিশের টহলরত দল মঙ্গলবার ভোরে পাঁচটি জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছে। এ ঘটনায় ফয়েজ মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ফয়েজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জুন সোমবার রাতে আনুমানিক ৩টার সময় পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক ভাবে দেখে। তারা সেখানে গেলে ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। সেই সময় ফয়েজ মিয়াকে আটক করা হয়। পরে প্লটের ভিতর তল্লাশি চালিয়ে পাঁচটি জবাই করা ঘোড়ার মাংস স্তূপ করা অবস্থায় পাওয়া যায়। আনসার সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন জানান, ঘোড়ার মাংস গরুর মাংসের তুলনায় সস্তা হওয়ায় অসাধু কিছু চক্র গরুর মাংসের বিকল্প হিসেবে ঘোড়ার মাংস বিক্রি করছিল। তাদের এই কর্মকাণ্ড ধ্বংস করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের আটক করার চেষ্টা চলছে। এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে স্বাভাবিক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং পুলিশ সুপার আরও কঠোর নজরদারির কথা জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যকলাপ না ঘটে।

নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রেখে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে বলেও জানান কর্তৃপক্ষ।

کوئی تبصرہ نہیں ملا