close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাঁচ দফা দাবিতে দিনাজপুরের নিমনগর বাস স্টান্ডে সড়কসহ রেলপথ অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
****


নিজস্ব প্রতিনিধি >  পাঁচ দফা দাবিতে দিনাজপুরের নিমনগর বাস স্টান্ডে সড়কসহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার হুমকি দিয়েছে তারা।

দাবির মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে।ডিপ্লোমা ইন-ইন্জিনিয়াররিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে। উপ- সহকারী প্রকৌশলী ও সমমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত, রাস্ট্রায়ত্ত্ব, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। কারিগরি সেক্টর পরিচালনায় সরকারি পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্তক ও অধ্যক্ষসহ কোন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুক ভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দহ্ম শিক্ষক ও ল্যাব সহকারী  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে উচ্চশিক্ষা নামে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাসকৃত প্রার্থীদের জন্য ক্যাম্পাস ও ডুয়েটের আওতামুক্ত একাডেমিক কার্যকম পরিচালনার মাধ্যমে আগামী সেশন হতে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। 

অবরোধে বিকল্প পথে চলাচল করছে যানবাহন। তবে আটকা পড়েছে দ্রুতযান এবং বাংলাবান্ধ্যা এক্সপ্রেস নামের দুইটি ট্রেন।

অন্যদিকে সড়কে অবস্হান নিয়ে দাবির পক্ষে শ্নোগান দিচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি সড়কের উপর ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলায় মত্ত রয়েছে অনেকে।

###

No se encontraron comentarios