close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের মধ্যে মিডিয়া সহযোগিতা আরও দৃঢ় করতে চায়। গত ৭ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান এবং পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান উভয় দেশের মিডিয়া সম্পর্ক জোরদারের পক্ষে মত প্রকাশ করেন।
৬ জানুয়ারি পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তারা সাংস্কৃতিক সহযোগিতা এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের তথ্য সচিব আমব্রিন জান জানিয়েছেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং তারা উভয়পক্ষের মধ্যে সংবাদ আদান-প্রদান, যৌথ প্রযোজনা এবং রাষ্ট্রীয় মিডিয়া সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বৈঠকে দুই দেশের মধ্যে পাকিস্তানি সংবাদ এবং বিনোদন চ্যানেল সম্প্রচার, চলচ্চিত্র উৎসব এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন সম্পর্কেও আলোচনা করা হয়। বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান এই ধরনের সহযোগিতার প্রশংসা করে বলেন, এটি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, তারা পাকিস্তানে বাংলাদেশের সমকক্ষ মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন, যা ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
No comments found