close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পাচার সম্পদ উদ্ধারে জাতিসংঘের সংস্থার সঙ্গে বৈঠক দুদকের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাচার সম্পদ উদ্ধারে জাতিসংঘের সংস্থার সঙ্গে বৈঠক দুদকের
জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের (ইউএনওডিসি) একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পাচার হওয়া সম্পদ উদ্ধারে এফবিআইর পর আজ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থার সঙ্গে বৈঠক করল দুদক। ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো তাইক্সিরা পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক সূত্রে জানা যায়, এতে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে অর্থ পাচার প্রতিরোধ ও পাচার সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউএনওডিসির প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধিদল। দুদকের একটি সূত্র জানায়, এফবিআইয়ের দুই সদস্যের প্রতিনিধি দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় অংশ নেন। দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, অর্থ পাচারের বিষয়ে প্রয়োজনে এফবিআইয়ের সহযোগিতা দুদক নেবে। দুদকে মানি লন্ডারিং উইং রয়েছে। টাকা ফেরত আনার বিষয়ে সব জায়গা থেকে সহযোগিতা নেবে দুদক। আমাদের কার্যক্রম চলমান।
Geen reacties gevonden


News Card Generator